সেখ রিয়াজুদ্দিনঃ
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের কাজ গতকালই শেষ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ পর্বে দেখা যায় বিভিন্ন দলের টিকিট বন্টন নিয়ে দলীয় কর্মীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। প্রতিবাদ জানাতে অনেকেই ভোট ময়দানে সামিল হয়েছেন দলীয় গোঁজ প্রার্থী হিসেবে। অনেকে আবার দলবদলের বেড়াজালে আবদ্ধ হয়। অনুরূপ তৃণমূল কংগ্রেসের সরাসরি বিরোধিতা করতে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মালের ভাইপো রূপেস মাল আজ শুক্রবার বিজেপির রামপুরহাট শাখায় যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে। ধ্রুব সাহা বলেন তৃণমূলের নবজোয়ার শেষ হতে না হতেই দেখা দিয়েছে ভাটা। আজকে তৃণমূল সাংসদদের নিজের ভাইপো বিজেপিতে যোগদান তারই এক প্রমাণ। অন্যদিকে সাংসদের ভাইপো রূপেশ মাল বলেন তৃণমূল দলে তিনি যথাযথ সম্মান পাচ্ছিলেন না, তাছাড়া তৃণমূল যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মনোনীত করে টিকেট দিয়েছে। এজন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। নির্বাচনের প্রাক্কালে দলবদল নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা।