মেহের সেখঃ
১৫ জুন বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত ছিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন জমা করার শেষ দিন। লাভপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের সাথে সাথে সিপিএম, কংগ্রেস সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও নমিনেশন জমা করার নির্দিষ্ট সময় সীমার মধ্যে লাভপুর ব্লক অফিসে পঞ্চায়েত নির্বাচনের জন্য নমিনেশন জমা করেছিলেন। যদিও নমিনেশন জমা করার শেষ সময় পার হতেই তথা বৃহস্পতিবার বিকেল থেকেই বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে যাঁরা নমিনেশন জমা করেছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই তৃণমূল নেতাদের হাত ধরে শাসক শিবিরে যোগদান করতে শুরু করেন। লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে লাভপুর ১নং গ্রাম পঞ্চায়েত, লাভপুর ২নং গ্রাম পঞ্চায়েত, হাতিয়া গ্রাম পঞ্চায়েত, চৌহাট্টা মহোদরী গ্রাম পঞ্চায়েত, বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েত সহ লাভপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলে যাঁরা নমিনেশন করেছিলেন তাঁদের মধ্যে থেকে অনেকেই যেমন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তেমনি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা কর্মীও সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিপ্রটিকুরী পঞ্চায়েত এলাকার সিপিএম প্রার্থী শ্রীকুমার দাস, চৌহাট্টা মহোদরী গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী ইদল সেখ, হাতিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী মুক্তি দাসরা জানিয়েছেন শাসকের উন্নয়নে সামিল হতেই তাঁরা দলত্যাগ করছেন। এরপর তাঁরা নিজে থেকেই বিরোধী রাজনৈতিক দলের নমিনেশন তুলে নেবেন। শাসক দলের পক্ষ থেকে তাঁদের ওপর কোনো প্রকার ভয় ভীতি প্রদর্শন করা হয়নি। অন্যদিকে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ জানিয়েছেন— রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ নেতা কর্মীরা শাসক দলে যোগ দিচ্ছেন। বিরোধী রাজনৈতিক দল থেকে আসা প্রার্থী সহ নেতা কর্মীদের শাসক দল তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছেন বিধায়ক অভিজিৎ সিংহ।