জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ঘুড়ি বিতরণ বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

রাত পোহালে রথযাত্রা উৎসব। রথের দিনে বীরভূমের দুবরাজপুরে ঘুড়ি ওড়ানো একটি প্রাচীন প্রথা। এই পুরশহরের “নিউ রাধা মাধব স্টোর” প্রতি বছর রথযাত্রার আগের দিন এলাকার শিশুদেরকে বিনামূল্যে ঘুড়ি বিতরণ করে। আজ ১৯ জুন ব্যবসায়ী সুশান্ত রায় অন্ততঃ ১০০ জন শিশু-কিশোরদের হাতে বিনামূল্যে রঙ-বেরঙের ঘুড়ি তুলে দেন। উল্লেখ্য, ছোটবেলা থেকে শিশুরা এখন মোবাইল মুখি। অন্তত একদিনের জন্যও যাতে তাদের ঘুড়ি উড়ানোর আনন্দ দেওয়া যায় সেই ভাবনা থেকেই তাঁর এই উদ্যোগ। প্রায় ৯ বছর ধরে এই কাজটি করে আসছে এই খুদে ব্যবসায়ী। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ঘুড়ি পাবার আশায় অনেক শিশু-কিশোর দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই ঘুড়ি বিতরণ উৎসবে অংশ নেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, অধ্যাপক ড. রবিন ঘোষ, শিক্ষক রামতনু নায়ক, দীপক পৈতণ্ডী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *