শম্ভুনাথ সেনঃ
বিদ্যালয়ের মিড ডে মিলে পড়ুয়ারা পেটপুরে খাবার পায় না। খাবারের গুণগত মানও খারাপ। এমনই বিস্তর অভিযোগে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের বালিয়া প্রাইমারি স্কুলে গিয়ে আজ ১৯ জুন স্থানীয় অভিভাবকরা শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই বিদ্যালয়ে রয়েছে ১০০ জন ছাত্র-ছাত্রী। কিন্তু তাদের খাবার ও সবজির পরিমাণ নিতান্তই কম। মিড ডে মিল রান্না করা স্বনির্ভর গোষ্ঠীর মায়েরাও গ্রামবাসীদের এই অভিযোগ স্বীকার করেছেন। এর জন্য স্কুলের শিক্ষকরা দায়ী বলে তারা প্রকাশ্যে জানান। দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভালোভাবে খাবার দেওয়া হয় না। ছেলেদের খাবার শিক্ষকরা বাড়ি নিয়ে পালিয়ে যায় বলে গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষক প্রভাত শীল এই অভিযোগ অস্বীকার করেন। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের ঠিকভাবে মিড ডে মিলে খাবার না দিলে শিক্ষকদের তালা বন্ধ করে বিদ্যালয় পরিদর্শককে দেখানো হবে বলে গ্রামবাসীরা স্পষ্ট জানান।
ছবি ও ভিডিও: দীপু মিঞা, মুরারই; বীরভূম।