
শম্ভুনাথ সেনঃ

দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। উড়িষ্যায় পুরীর জগন্নাথদেবের মন্দিরে এই রথযাত্রা দেখতে লক্ষ লক্ষ পুন্যার্থীর ভিড় জমে। তেমনি বীরভূমের তীর্থভূমি তারাপীঠে মাতারার মন্দিরে রথযাত্রা দেখতে দূর দুরান্ত থেকে হাজির হয় হাজার হাজার দর্শনার্থী। উল্লেখ্য, সাধক দ্বিতীয় আনন্দনাথ অষ্টাদশ শতাব্দীর আটের দশকে নাটোরের রাজা ও তারাপীঠের জমিদার সাধক রামকৃষ্ণের সহায়তায় তারামায়ের এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। তারাপীঠের রথের মূল আকর্ষণ এখানে প্রভু জগন্নাথদেবকে অভেদ কল্পনা করে রাজবেশে রথে চাপানো হয় মা তারাকে। তারাপীঠের এই রথযাত্রা উৎসব ঘিরে ভক্ত-পূর্ণার্থীদের মধ্যে থাকে আলাদা উৎসাহ উদ্দীপনা। স্বাভাবিকভাবেই ব্যতিক্রমী রথযাত্রা অনুষ্ঠিত হয় বীরভূমের এই তারাপীঠে। একমাত্র এখানেই জগন্নাথ দেবের বদলে রথে চাপানো হয় মাতারা কে।