বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব-কেন্দুলিতে রথযাত্রা উৎসব

শম্ভুনাথ সেনঃ

সারা দেশের সাথে বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতেও সাড়ম্বরে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব।এই রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় জেলাজুড়ে। রথযাত্রা উপলক্ষে ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলির নিম্বার্ক আশ্রম প্রতিবারের মতো এবারও রথযাত্রার আয়োজন করে। এই রথযাত্রা উৎসব এবার ১৩২ বছরে পড়ল বলে আশ্রমের মহারাজ নরসিংহ স্মরণদেব ব্রজবাসী জানান।কেন্দুলির এই প্রাচীন রথযাত্রা দেখতে সন্নিহিত বহু গ্রাম থেকে ভক্ত -পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। রথের রশিতে টান দিতে ভক্তরা অপেক্ষায় থাকেন। সুসজ্জিত রথে প্রভু জগন্নাথদেব, বলরাম, এবং সুভদ্রা দেবীকে সাজিয়ে খোল- করতাল, নাম- সংকীর্তন সহকারে জয়দেব এলাকা রথ পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *