—লোকপুরে অনুষ্ঠিত রথযাত্রা—
সেখ রিয়াজু্দ্দিনঃ দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি খয়রাসোল ব্লকের লোকপুরেও সুসজ্জিত ভাবে রথ সহ শোভাযাত্রা বের হয় ২০ জুন। লোকপুর গোপাল মন্দির থেকে রথযাত্রা বের হয়ে স্থানীয় গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। রথযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকপুর থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয় জনবহুল স্থান সহ বিভিন্ন মোড়ে মোড়ে। লোকপুরের রথযাত্রায় এদিন সামিল হন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি এক সাক্ষাৎকারে লোকপুর সহ দুবরাজপুর বিধানসভা এলাকাবাসীদের রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন এবং ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করেন।
—দুবরাজপুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রমের রথযাত্রা উৎসব—
শম্ভুনাথ সেনঃ বীরভূমের দুবরাজপুর পুরশহরের রঞ্জনবাজারে শ্রীশ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আশ্রমের রথযাত্রা উৎসব এবার ১৪ তম বছরে পড়ল। এদিন সকাল থেকে নামগান, ভজন, সংকীর্তন শুরু হয়। বিকেলে শতাধিক ভক্ত মিলে প্রভু জগন্নাথদেব, বলরাম, ও সুভদ্রাকে সুসজ্জিত রথ সাজিয়ে নগর পরিক্রমা করে। রাতে ভক্ত-শিষ্যদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আশ্রমের সেবক চন্ডী মহারাজ।
—মাধাইপুর গ্রামে আয়োজিত রথযাত্রা—
উত্তম মণ্ডলঃ মাধাইপুর জয় জগন্নাথ রথযাত্রা কমিটির উদ্যোগে রাজনগর ব্লকের মাধাইপুর গ্রামে এ বছর থেকে শুরু হল রথযাত্রা উৎসব এবং সেই সঙ্গে একদিনের গ্রামীণ মেলা। মাধাইপুর গ্রামবাসী ছাড়াও পাশ্ববর্তী গ্রামের বিভিন্ন বয়সী মানুষ যোগ দেন এই উৎসবে।
–রাজনগর গৌরীবাগান গ্রামে প্রথম রথযাত্রা উৎসব–
উত্তম মণ্ডলঃ জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর থানার গৌরীবাগান গ্রামে নবনির্মিত ব্রজেশ্বর ধামে আয়োজিত হলো প্রথম রথযাত্রা উৎসব। এই উপলক্ষে রাজনগর থানার সাহাবাদ গ্রামের নব বৃন্দাবন আশ্রম থেকে লোহার তৈরি সুসজ্জিত রথ ভক্তদের খোল-কীর্তন সহযোগে রাজনগর বাজার পরিক্রমা করে জগন্নাথদেবের মাসীর বাড়ি এই গৌরীবাগান গ্রামের ব্রজেশ্বর ধামে এসে পৌঁছায়। রথযাত্রাকে ঘিরে আগামী সাতদিন ধরে চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। শেষদিনে রয়েছে মহোৎসবের আয়োজন। আয়োজকদের তরফে নির্মল সাহা জানান, সম্পূর্ণভাবে ভক্তদের দান, ভিক্ষা ও সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ধর্মকে ধরে থাকলে মানুষ সৎ থাকবে, সুন্দর সুস্থ, শান্তিতে থাকবে। ব্রজেশ্বর ধাম তৈরির কাজ চলছে। মানুষের জন্য অনেক পরিকল্পনা রয়েছে। আস্তে আস্তে আমরা সবার সহযোগিতায় এই কাজ সম্পূর্ণ করতে পারবো বলেই আমাদের বিশ্বাস।