বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন সিউড়িতে

দীপককুমার দাসঃ

সিউড়িতে বুধবার বর্ষীয়ান সঙ্গীত শিল্পী অলোকা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে সিউড়ির ডি আর ডি সি হলে পালিত হলো বিশ্ব সঙ্গীত দিবস। এদিন এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দন ও বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়কে সম্বধর্না ঞ্জাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সায়নী ঘোষের নৃত্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেত ও একক গানে অংশ নেন সিউড়ির বিভিন্ন সঙ্গীতের দল। এদিন মোট দশটি সঙ্গীতের দল অংশগ্রহণ করে। যে দলগুলি হলো সপ্তপর্ণী, পুষ্পবীনা সঙ্গীত শিক্ষা নিকেতন, সুরঙ্গণা, অনুরণণ, মা আনন্দময়ী কালচারাল সেন্টার, আস্থা সঙ্গীতায়ণ, পঞ্চপ্রদীপ, অন্বেষণ, সুরনিকেতন, সংস্কার ভারতীর সঙ্গীত শিল্পীরা। ২০১০ সালে বীরভূম জেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সারাদিনের উদ্যোগে ত্রয়ী সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় প্রথম সিউড়িতে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়। পরের বছর থেকে অলোকা গঙ্গোপাধ্যায়ের একক উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতি বছর এই বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে আসছে। এদিন সিউড়ির ডি আর ডি সি হলে বিশ্ব সঙ্গীত দিবসের অনূষ্ঠানে সঙ্গীতপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *