বীরভূমের বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে বিশ্ব যোগ দিবস উদযাপন

শম্ভুনাথ সেনঃ

আজ আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরের মত এ বছরও ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনেই রাষ্ট্রসংঘ ২০১৪ সালের ডিসেম্বরে ২১ জুন দিনটিকে যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৫ সাল থেকে বিশ্বজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস পালিত হচ্ছে। এবার নবম আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা “বসুধৈব কুটুম্বকম”। আসলে যোগে মানসিক ও শারীরিক চাপ কমে। বাড়ে ধৈর্য্য-শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা। শিক্ষার পাশাপাশি রোগমুক্ত শরীর এবং যুব সমাজের আত্মবিশ্বাস বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যোগ চর্চা বেড়েছে। বীরভূমের বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিকেলে বিশ্ব যোগ দিবস উদযাপিত হয়। সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ড. মৃত্যুঞ্জয় দাস এদিন ছাত্র-ছাত্রীদের যোগ শিক্ষা দেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে অন্ততঃ ৫৫০ জন ছাত্র-ছাত্রী উৎসাহ-উদ্দীপনায় অংশ নেয় এই যোগব্যায়ামে। একথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *