সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ
বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর সালডাঙ্গা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিনের পর দিন মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভের মুখে পড়তে হয় দিদিমনিকে। স্থানীয়দের দাবি দিদিমনিদের বার বার জানিয়ে কোনো সুরাহা মেলেনি।তাই মঙ্গলবার পাড়ার বেশ কিছু মায়েরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ রান্না ঠিক ভাবে করা হয় না, সবজি নেই তো আলু নেই কিম্বা পরিমাণে খুবই নগন্য, কাঁচা হলুদ জলে গুলে ঝোল বানিয়ে দিচ্ছে যা খাবার অযোগ্য। সুপার ভাইজারকে ফোন করে ডাকতে বলা হলেও অজুহাত দেখিয়ে দিদিমনি এড়িয়ে যান এবং আমাদের অজান্তেই পাশ কাটিয়ে বাড়ি চলে যান। ক্ষুদ্ধ একলাবাসীরা জানায় যে, তারা এই নিন্মমানের খাবারের নমুনা বিডিও অফিসে নিয়ে গিয়ে অভিযোগ জানাবেন। স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক পূজাপতি লেট, মমতা লেট সহ উপস্থিত অন্যান্য সকলেই নিন্মমানের খাবার দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখান। তাদের দাবি, এনিয়ে দিদিমনিকে অনেকবার বলা হয়েছে কিন্তু ভ্রুক্ষেপ নেই, তাই আজ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নমুনা নিয়ে গিয়ে অভিযোগ জানানো হবে বলে জানান।