“লুঠের পঞ্চায়েত ভাঙ্গো, জনগনের পঞ্চায়েত গড়ো”- শ্লোগানে দেওয়াল লিখন

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ৮ জুন রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। যাহা আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন পর্ব ও প্রত্যাহার পর্বের সময়সীমা উত্তীর্ণ। চারিদকে শুরু হয়ে গেছে গণতন্ত্র উৎসবের সাজো সাজো রব। রঙবেরঙের বাহারে সব নির্বাচনী প্রতিক, দূর্নীতি, উন্নয়ন ইত্যাদির পারস্পরিক শ্লোগানে দেওয়াল করছে চকচক।প্রচারে ব্যাতিব্যস্ত শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি। সেরূপ আজ বীরভূম জেলার রাজনগর ব্লক এলাকার শঙ্করপুর গ্রামে রাস্তার পাশে বাম-কংগ্রেস-নকশালদের জোট প্রার্থীর সমর্থনে দেখা গেল দেওয়াল লিখন। বিজেপি ও তৃণমূল দলের তথা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে মূলত দূর্নীতির সূর চড়িয়ে চলছে দেওয়াল লিখন সহ প্রচার পর্ব। বাম-কংগ্রেস-নকশাল জোটের পক্ষ থেকে দেওয়াল লিখনে অংশগ্রহণকারী দলীয় কর্মীদের মধ্যে রাজকুমার দাস একান্ত সাক্ষাৎকারে জোট ও ভোট প্রচারের বিষয়ে বিস্তারিত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *