সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ২৯ জুন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ঈদুজ্জোহা উপলক্ষে বিশেষ নামাজ আদায় করবেন ঈদগাহ বা কারবালা ময়দানে জামাত সহকারে। এরপর বিভিন্ন কর্মসূচি নিজ নিজ বাড়িতে, পাড়ায় কিম্বা গ্রামে পালন করেন সারাদিন ব্যাপী। এজন্য এলাকায় শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লোকপুর থানার মুসলিম অধ্যুষিত বিভিন্ন গ্রাম ষোলআনা বা মসজিদ কমিটির প্রতিনিধি সহ মসজিদের পেশ ইমামদের নিয়ে রবিবার স্থানীয় থানার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একের আনন্দ অন্যের নিরানন্দের কারণ যেন না হয়ে ওঠে সে বিষয়ে সকলকে বার্তা দেওয়া। এছাড়া সোস্যাল মিডিয়ার মাধ্যমে যেন কোনো অপ্রীতিকর ছবি বা ভিডিও পোস্ট না হয়। যদি কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে সাথে সাথে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং সমাধান করা। উক্ত বিষয়গুলো নামাজ আদায়ের পূর্বে প্রতি মসজিদের পেশ ইমাম বা মসজিদ কমিটির পক্ষ থেকে জনসাধারণের কাছে বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি অশোক সিংহ মহাপাত্র, এস আই প্রশান্ত ঘোষ, এএসআই সত্যেন সাহা ও প্রশান্ত রায় এছাড়াও ছিলেন হাফিজ সামিউল্লা খান,মহম্মদ আমিরুদ্দিন রাজা সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও মসজিদ কমিটির প্রতিনিধিগণ।