নাবালিকা ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাড়ীতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শান্তিনিকেতনে

সেখ রিয়াজুদ্দিনঃ

বোলপুর মহকুমা এলাকায় পর পর দুই নাবালিকা ধর্ষণ কান্ড, নানুরের কীর্ণাহারে মাঠের মধ্যে মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, এরকম ঘটনার ফলে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে বিরোধী শিবিরের লোকজন তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হচ্ছে। একের পর এক নাবালিকা ধর্ষণ কান্ড নিয়ে সরব হন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনীকা ঘোষ, দেবলীনা হেমরম সহ সমিতির রাজ্য নেতৃত্ব। বুধবার শান্তিনিকেতনের বকুলতলা থেকে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে প্রতিবাদ মিছিলে পা মেলান গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। পরে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং বোলপুর এসডিপিও কে স্মারকলিপি জমা দেন। অন্যদিকে উক্ত নাবালিকা ধর্ষণের ঘটনায় বুধবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেখা করার পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে থাকা ও আইনি সহায়তার আশ্বাস দেন নির্যাতিতার বাবাকে। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন বিজেপি নিয়ন্ত্রিত সিবিআই তদন্ত নয়, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি ও সঠিক বিচারের জন্য আদালত নিয়ন্ত্রিত সিবিআই তদন্তেরও দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *