সন্তোষ পালঃ
দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়াগ্রাম পঞ্চায়েতের মিটিং হলে গোহালিয়াড়া পঞ্চায়েতের নাগরিক সমাজ ও গ্রাম পঞ্চায়েতের মানুষেরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যারা ডিআরসিএসসি কর্তৃক বাস্তবায়িত টেকসই প্রকল্পের সাথে যুক্ত তাদের নিয়ে একাধিক বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ১৯শে এপ্রিল। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মলয় ধর উপপ্রধান অরুণ দাস, ডিআরসিএসসি সদস্যা তথা মানবাধিকার কমিশন বিষয়ক দায়িত্বে থাকা মিলি দত্ত সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠানের সভাপতি মামণি টুডু আসানসুলি, কৃষ্ণপুর, মেটেগ্রামসহ একাধিক গ্রামের বেশ কিছু মানুষ সরকারী পরিষেবা থেকে বঞ্চিত তাদের পরিষেবা প্রদান বিষয়ে কী করণীয় এনিয়ে সভায় তুলে ধরেন তিনি। এছাড়াও এলাকার রাস্তার উন্নয়ন, পানীয় জলের সমস্যা সমাধান, খাসজমিতে বৃক্ষরোপণ, প্রাণিসম্পদ কিভাবে রক্ষা করা যায় সে বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিগণ। উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মানুষেরা।