দীপক কুমার দাসঃ
বৃহস্পতিবার সকালে মহঃ বাজার থানার হিংলো পঞ্চায়েতের সারেন্ডা গ্রামের একটি পুকুর পাড় থেকে ঐ এলাকার বিজেপির প্রার্থীর স্বামীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নাম দিলীপ মাহারা (৪৮) বাড়ি সেরেন্ডা গ্রামে। তিনি বিজেপির বি মন্ডলের হিংলো গ্রাম পঞ্চায়েতের ২২৪নং বুথের সহ সভাপতি ছিলেন। দিলীপ মাহারার ছেলে উৎপল মাহারা বলেন, কাল রাতে বাবা হাটে গিয়েছিল। রাত নয়টা বেজে গেলেও বাড়ি ফেরেনি। ফোনেও কোন যোগাযোগ করা যায়নি। আমার মা ছবি মাহারা এবার গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হওয়ায় তৃণমূলের লোকজন নমিনেশন তুলে নেবার জন্য বারবার চাপ সৃষ্টি করছিল। ওরা বাবাকে গুলি করে মারতে চেয়েছিল কিন্তু পারেনি। তাই গলায় দড়ি দিয়ে মেরেছে। যে পুকুরপাড়ে বাবার মৃতদেহ পড়ে ছিল সেখানে গুলি ও পড়ে ছিল। এলাকার তৃণমূলের নেতা কালি বন্দ্যোপাধ্যায়ের মদতে এই খুন করা হয়েছে। মৃতের স্ত্রী ছবি মাহারা বলেন, গতকাল রাত আটটার পর ফোন করলেও পাইনি। এদিন সকালে খবর পেয়ে এসে দেখি স্বামীর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির মহঃ বাজার বি মন্ডলের সভাপতি পিণাকী মন্ডল। তিনি অভিযোগ করেন এখানের তৃণমূলের নেতা কালি ব্যানার্জীর মদতে দিলীপ মাহারাকে খুন করা হয়েছে। তার স্ত্রী পঞ্চায়েতের চার নম্বর সংসদ থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নমিনেশন তোলার জন্য তৃণমূলের পক্ষ থেকে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছিল। নমিনেশন তুলে না নেবার কারণেই এই হামলা। আমরা কেন্দ্রীয় তদন্তের দাবি জানাচ্ছি। প্রকৃত দোষীর শাস্তি দাবি করছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কালি প্রসাদ ব্যানার্জী। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।