বীরভূম: আগামীকাল পঞ্চায়েত নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বিজেপি

শম্ভুনাথ সেনঃ

রাত পোহালেই দশম পঞ্চায়েত নির্বাচন আগামীকাল ৮ জুলাই, শনিবার। বীরভূমে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৬৭ টি। পঞ্চায়েত সমিতি ১৯। বীরভূম জেলা পরিষদে মোট সীট সংখ্যা ৫২। তার মধ্যে লাভপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক তৃণমূলের একজন প্রতিনিধি ইতমধ্যেই নির্বাচিত। গ্রাম পঞ্চায়েতের সিট সংখ্যা ২,৮৫৯ টি। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় শাসক তৃণমূল ৮৯১ টি আসনে জয়ী হয়েছে। পঞ্চায়েত সমিতির মোট ৪৯০ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক তৃণমূল জয়ী হয়েছে ১২৭টি তে।আজ ৭ জুলাই ভোট কর্মীরা বিকেলেই পৌঁছে গেছেন বুথে বুথে। সারা জেলায় শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবি নিয়ে আজ বিরোধী বিজেপি নেতৃত্ব জেলাশাসক ও জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। যাতে করে জেলার ভোটাররা নির্ভয়ে ভোটদানে অংশ নিতে পারে সেই মর্মে আজ লিখিত আবেদন দেন। এ তথ্য জানিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। সঙ্গে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ জেলা প্রতিনিধির টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *