পুনঃ নির্বাচন আগামীকাল জেলার ৬ টি ব্লকের ১৪ টি বুথে

সেখ রিয়াজুদ্দিনঃ

গতকাল ৮ ই জুলাই সারা রাজ্যব্যাপী এক দফায় অনুষ্ঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে ঘিরে বুথ জাম তথা ছাপ্পা ভোট ও শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনে বিরোধী রাজনৈতিক দলগুলো। এ নিয়ে থানা, মহকুমা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে আবেদন নিবেদন করা হয় বিশেষ করে পুনঃনির্বাচনের জন্য। আজ রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক পুনঃনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেন। যা আগামীকাল অর্থাৎ ১০ই জুলাই জেলার মধ্যে ৯টি ব্লক এলাকার ১৪ টি বুথে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তি মারফত জানান দেন রাজ্য নির্বাচন কমিশন। জেলায় যার মধ্যে রয়েছে সিউড়ি ১ নম্বর ব্লকের ৫৩ নম্বর বুথ (বড় মহুলা), খয়রাশোল ব্লকের ৯২,১০৪,১০৭(মাটিয়ালা, জামরান্দ, ময়নাডাল )। ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ১৩০ ও ১৩১ নম্বর বুথ। ময়ুরেশ্বর দুই নম্বর ব্লকের ২,১১,১২,৮৯ বুথ। দুবরাজপুর ব্লকের ১৬,৭৫,৭৭ এবং মুরারই ১ নম্বর ব্লকের ১০ নম্বর বুথে। আগের ন্যায় সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি মারফত জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *