মহঃ বাজার ব্লকে ৯টিতে তৃণমূল ও ৩টিতে বিজেপির প্রাধান্য

দীপককুমার দাসঃ

মহঃ বাজার ব্লকের গ্রাম পঞ্চায়েতের ভোট গননা শেষে তৃণমূলের পক্ষে গেল নয়টি পঞ্চায়েত। অপরদিকে তিনটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কাপিষ্ঠা, রামপুর ও আঙারগড়িয়া তৃণমূলের থেকে ছিনিয়ে নিলো বিজেপি। অপরদিকে বিজেপির কাছ থেকে গণপুর ছিনিয়ে নিলো তৃণমূল। গতবার মহঃ বাজার ব্লকের গণপুর পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। এবার সেটি বিজেপির হাতছাড়া হলো। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বাম ও কংগ্রেসের আসন ছিল না বললেই হয়। এবার সেকেড্ডা, ভাড়কাঁটা, পুরাতনগ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি আসন দখল করেছে জোট প্রার্থীরা। গতবার রামপুর পঞ্চায়েতের ৬টি আসনে তিনটি করে আসন পেয়েছিল তৃণমূল ও বিজেপি। পরে টসে জিতে বোর্ড গঠন করে তৃণমূল। এবার সেখানে আটটি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে বিজেপি। কাপিষ্ঠা পঞ্চায়েতের ১০টি আসনের মধ্যে ছয়টি জয়ী হয়ে এই পঞ্চায়েতের দখল নিল বিজেপি। এক নজরে দেখে নেওয়া যাক মহঃ বাজার ব্লকের গ্রাম পঞ্চায়েতের ফলাফল।

মহঃ বাজার ব্লকের ১২টি পঞ্চায়েতের রেজাল্ট
১) কাপিষ্ঠা পঞ্চায়েতের মোট আসন:-১০।। বিজেপি ৬, তৃণমূল-৪
২) হিংলো পঞ্চায়েতের মোট আসন:-৮ ।। তৃণমূল ৭, বিজেপি ১
৩) রামপুর পঞ্চায়েতের মোট আসন:-৮ ।। বিজেপি-৭, তৃণমূল-১
৪) ভুতুরা পঞ্চায়েতের মোট আসন:-১২ ।। তৃণমূল-৮, বিজেপি-৩,বাম-১
৫) গণপুর পঞ্চায়েতের মোট আসন:-৯ ।। তৃণমূল ৫, বিজেপি-২, বাম-২
৬) ডেউচা পঞ্চায়েতের মোট আসন:-১০ ।। তৃণমূল ৮, বিজেপি-২

৭) ভাড়কাঁটা পঞ্চায়েতের মোট আসন:-১৭।। তৃণমূল ১০, বাম-৫, বিজেপি-১, নির্দল-১
৮) সেকেড্ডা পঞ্চায়েতের মোট আসন: ২১।। তৃণমূল ১৩, জোট ৮
৯) মহঃবাজার পঞ্চায়েতের মোট আসন:-১৬।। তৃণমূল ১১, বিজেপি -৫
১০) চরিচা পঞ্চায়েতের মোট আসন:-১১।। তৃণমূল-১০,বাম-১
১১) আঙারগড়িয়া পঞ্চায়েতের মোট আসন:-১২।। তৃণমূল ৫, বিজেপি-৬, বাম-১
১২) পুরাতন গ্রাম পঞ্চায়েতের মোট আসন:- ১৭।। তৃণমূল-১১, বাম-৩, বিজেপি-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *