সেখ রিয়াজুদ্দিনঃ
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয় ১১ জুলাই মঙ্গলবার সকাল থেকে। খয়রাসোল ব্লকের নাকরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে ব্লক এলাকার দশটি পঞ্চায়েতের ভোটের গননা পর্ব অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েত ভোটের ফলাফল হিসেবে দলগতভাবে অবস্থান নিন্মরূপ। লোকপুর পঞ্চায়েতে ১৪ আসনের মধ্যে বিজেপি আট, তৃণমূল চার এবং নির্দলের দুই প্রার্থী জয়ী হয়। নাকরাকোন্দা পঞ্চায়েতে বারোটি আসনের মধ্যে আটটি তৃণমূল এবং চারটি বিজেপির দখলে। বাবুইজোড় পঞ্চায়েতের ১৪ টির মধ্যে দশটি তৃণমূল, তিনটে বিজেপি এবং একটি নির্দল প্রার্থী জয়লাভ করে। খয়রাশোল পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে তৃণমূল পাঁচ এবং বিজেপি চারটি আসন দখল করে। পারশুন্ডি পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ৬-৬ অর্থাৎ সমান সমান ভাগে আসন পেয়ে টাই অবস্থায় রয়েছে। হযরতপুর পঞ্চায়েতের ১৪ টির মধ্যে আটটি তৃণমূল এবং ছটি বিজেপির দখলে গেছে। পাঁচড়া অঞ্চলের ২৩ টি আসনের মধ্যে ১৫ টি তৃণমূল এবং আটটি বিজেপির ঝুলিতে গেছে।কেন্দ্র গড়ে পঞ্চায়েত ১৪ আসনের মধ্যে নয়টি তৃণমূল এবং পাঁচটি বিজেপির দখলে।রুপুষপুর ১৩ আসনের মধ্যে সাতটি তৃণমূল পাঁচটি বিজেপি এবং একটি নির্দল প্রার্থীর দখলে। বড়রা পঞ্চায়েত ১৬ আসন বিশিষ্টের মধ্যে সব কটিতেই তৃণমূল জয়ী হয়েছে, এখানে বিরোধী শূন্য।