ভোটের আগুনের জেরে হেরে যাওয়া শাসক প্রার্থীর বাড়িতে আগুন লাগার অভিযোগ

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ১১ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। দীর্ঘ একমাস যাবৎ গণতন্ত্রের উৎসব ঘিরে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক চাপানোত্তোর ছিল বিদ্যমান। ভোট পর্ব সমাধা হলেও ভোটের ব্যাক্তিগত বা রাজনৈতিক আক্রোশ অব্যাহত। যার প্রেক্ষিতে ভোটের আগুন থেকে হেরে যাওয়া শাসকদলের প্রার্থীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল রাত্রি দুটো নাগাদ, তারাপীঠ থানার বুধিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খামেড্ডা গ্রামের। বিবরণে প্রকাশ স্থানীয় পঞ্চায়েত এলাকার ৮ নম্বর বুথের তৃণমূলের পরাজিত প্রার্থী সেরিনা খাতুন এর স্বামীর গোডাউনে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। সেরিনা খাতুন এর স্বামী আকতার আলী পেশায় রাজমিস্ত্রি। তাদের দাবি ওই গোডাউনে আনুমানিক দু লক্ষ টাকার মতো রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত পাটা, বাঁশের খুঁটি সহ অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়েছে। আগুনের লেলিহান শিখায় সমস্ত কিছু পুড়ে গেছে। পাশেই বাড়িতে আমরা ঘুমিয়ে ছিলাম। হয়তো সেখানেও যেকোনো সময়ে আগুন লাগিয়ে প্রাণে মারার চক্রান্ত করে থাকতে পারে। আজকের ঘটনার পর স্বপরিবারে আতঙ্কিত হয়ে পড়েছি, এনিয়ে পুলিশের প্রশাসনের দ্বারস্থ হচ্ছি বলে একান্ত সাক্ষাৎকারে জানান সেরিনা খাতুনের স্বামী আক্তার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *