পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র কলুষিত:বিক্ষোভ ও নাগরিক সমাবেশ বীরভূমের সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, হিংসা, ছাপ্পা ভোট যেভাবে গণতন্ত্রকে কলুষিত করেছে তার বিরুদ্ধে আজ ১৪ জুলাই বিকেলে বীরভূমের সিউড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী যারা ভোটের কাজে নিযুক্ত ছিলেন এমন সকল স্তরের মানুষ এদিন পথে নেমে প্রতিবাদ জানান। প্রশাসন যেভাবে ভোটকর্মীদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও নিরপত্তা দিতে ব্যর্থ হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান শিক্ষক আশীষ বিশ্বাস। গণতন্ত্রের এই অবমাননার বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধই এখন একমাত্র পথ বলে তিনি উল্লেখ করেন। দলমত নির্বিশেষে সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষকে এখনই সোচ্চার হবার আহ্বান জানান। এরপর মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল সিউড়ী বাসস্ট্যন্ড পর্যন্ত পথ পরিক্রমা করে। বাসস্ট্যান্ডের সভায় বক্তব্য রাখেন শিক্ষক আশিস গঁড়াই, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কমল দত্ত প্রমুখ। সমাজের সব অংশের মানুষই বর্তমান শাসক ও প্রশাসনের কর্মকর্তাদের হাতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছে বলে তাদের অভিমত তুলে ধরেন। সভা পরিচালনা করেন বিকাশ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *