শম্ভুনাথ সেনঃ
সুস্থ সমাজ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সমাজবান্ধব অনুষ্ঠানে বিলি করা হয় গাছের চারা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের, দুর্গাপুর ইস্টার্ন রিজিয়ন পাইপলাইন সংস্থার অর্থানুকুলে বীরভূমের বেলসাড়া ভারতমাতা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে গাছপ্রেমীদের হাতে আমগাছের চারা দেওয়া হয়। দুবরাজপুর ব্লকের বেলসাড়া, কুলেকুড়ি, পাঁচপুকুর, মেজে এমন সব গ্রামের ১০০ জন গাছ প্রেমীদের হাতে আম্রপালি, মল্লিকা, হিমসাগর, ল্যাংড়া প্রজাতির আমগাছের চারা বাড়িতে বাড়িতে লাগানোর জন্যই বিতরণ করা হয়।বেলসাড়া গ্রামেরই মুক্তমঞ্চে গত ১২ জুলাই দুপুরে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে আমগাছের চারা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিভিন্ন আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানে গ্রামের মানুষের কাছে সমাজ সচেতনতার বার্তা তাঁরা বক্তব্যের মাধ্যমে তূলে ধরেন।