পীযূষ মন্ডলঃ
বিশ্ব ভারতের দিকে তাকিয়ে চন্দ্রযান-৩ নিয়ে৷ অপেক্ষা শুধু সাফল্যের৷ এই চন্দ্রযান-৩ উৎক্ষেপন হয়েছে ১৪ জুলাই৷ চাঁদে পৌঁছতে সময় লাগবে প্রায় ৪৫ থেকে ৪৮ দিন৷ ISRO র সিনিয়র তথ্য সম্প্রচারের দায়িত্বে রয়েছেন বীরভূমের মল্লারপুর থানার দক্ষিনগ্রামের ভূমিপুত্র বিজয় কুমার দাঁই৷ বীরভূমবাসী গর্বিত ওনার জন্য৷ ২০০০ সালে মাধ্যমিক পরীক্ষায় ভালো সাফল্য নিয়ে উত্তীর্ন হন দক্ষিনগ্রাম জগত্তারিনী বিদ্যায়তন থেকে৷ এরপর বেলুর মঠ রামকৃষ্ণ মিশন থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হন৷ তারপর কল্যানী গভঃমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করেন ইলেকট্রনিক্স এন্ড টেলি কমিউনিকেশনের উপর৷ এম.টেক করেন যাদবপুর ইউনিভারসিটি থেকে৷ তারপর ২০০৭ সালে ISRO (ব্যাঙ্গালোর) তে যোগ দেন৷ ২০১৯ সালে চন্দ্রযান ২ তে তিনি তথ্য সম্প্রচার বিভাগে দায়িত্বে ছিলেন৷ ২০২৩ এ চন্দ্রযান ৩ তেও একই দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র পদে৷ গর্বিত পরিবারের লোকজন৷ বাড়ীতে রয়েছেন মা বাবা দুই ভাই৷ বিজয়বাবুর দাদা বিনয়বাবু জানান আমাদের গর্ব ভাই৷ গ্রাম সহ জেলার নাম উজ্জ্বল করেছে৷ ব্যাঙ্গালোরে ISRO তে কর্মরত বিজয়বাবু স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকেন৷ বছরে সময় পেলে এক দু’বার গ্রামের বাড়ীতে আসেন৷ এখন ISRO র বড় দায়িত্ব সামলাচ্ছেন দক্ষিনগ্রামের সুসন্তান ৷ চন্দ্রযান-৩ র সর্বাঙ্গীন সাফল্য কমনা করছে গ্রাম জেলা রাজ্য সহ দেশবাসী৷