বামা মায়ের মন্দিরে পুজো দিয়ে আগামীর কাজে এগিয়ে যাওয়ার সূচনা, কেন্দ্র গড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের

সেখ রিয়াজুদ্দিনঃ

সদ্য শেষ হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কার্যকলাপ। যা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সেরূপ খয়রাসোল ব্লকের কেন্দ্র গড়িয়া পঞ্চায়েত এলাকা থেকেও তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। বিশেষ করে পঞ্চায়েত বোর্ড গঠনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং পঞ্চায়েত সমিতির দুটি আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। যার মধ্যে উল্লেখযোগ্য খয়রাশোল পঞ্চায়েত সমিতির বিদায়ী বোর্ডের সহসভাপতি অসীমা ধীবর এবং প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন। তৃণমূল ভোট প্রচারের সূচনালগ্নে কেন্দ্রগড়িয়া গ্রামের বামা মায়ের মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রচার কর্মসূচি শুরু করেছিলেন। যারপরনাই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পর এদিন শনিবার খয়রাশোল পঞ্চায়েত সমিতির নির্বাচিত তৃণমুল প্রার্থী শ্যামল গায়েন সহ স্থানীয় অঞ্চলের নির্বাচিত প্রার্থীগণ ও দলীয় কর্মীদের নিয়ে বামা মায়ের মন্দিরে পুজার আয়োজন করা হয়। আগামী দিনের উন্নয়নকে অব্যাহত রাখতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা সহ সকলের মঙ্গল কামনার লক্ষ্যে আজকের কর্মসূচীর আয়োজন বলে একান্ত সাক্ষাৎকারে বলেন স্থানীয় গৃহবধূ বাবলী চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রার্থী শ্যামল কুমার গায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *