বীরভূম ডিস্ট্রিক্ট চেস (CHESS) অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হল “আন্তর্জাতিক দাবা দিবস”

শম্ভুনাথ সেনঃ

রাজা, হাতি, ঘোড়া, মন্ত্রী, সেনা সবই রয়েছে। রাজত্ব করার সুযোগ আপনার হাতে। আসলে আজ আন্তর্জাতিক দাবা দিবস (International Chess Day)। ১৯৬৬ সাল থেকে বিশ্ব জুড়ে প্রতি বছর এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, দাবার আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ ‘দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন’ (FIDE) এর প্রতিষ্ঠা হয় ফ্রান্সের প্যারিসে। তারিখটি ছিল ১৯২৪ সালের ২০ জুলাই। ফাইড সিদ্ধান্ত নেয়, নিজেদের প্রতিষ্ঠা দিবসে আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হবে। ১৯৬৬ সালে প্রথম এই দিবস উদযাপিত হয়। তারপর থেকে এই রীতি আজও চলছে। সারা বিশ্ব জুড়ে দাবা (Chess) খেলায়াড় এবং অনুরাগীরা এই দিনটি উৎসাহের সঙ্গে পালন করেন।
দাবা খেলাকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে বীরভূম ডিস্ট্রিক চেস (CHESS-দাবা) এসোসিয়েশন নানা উদ্যোগ নিয়েছে। আজ ২০ জুলাই এই আন্তর্জাতিক দাবা দিবস একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে দাবা খেলা প্রসারের লক্ষ্যে আজ বীরভূমের বোলপুর মহকুমার রজতপুর হাইস্কুল, বিশ্বভারতীর শিক্ষাসত্র সহ একটি প্রাইভেট স্কুলেও দাবা সম্পর্কে প্রশিক্ষণ পর্ব চলে। ছাত্র-ছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। গুটি নিয়ে বসে দাবার টেবিলে। প্রশিক্ষণ দেন শিক্ষক তাপস কুমার বিশ্বাস, অমলকান্ত দাস ও মৃনাল মন্ডল। আসলে দাবা মস্তিষ্ককে সক্রিয় করতে সাহায্য করে, বুদ্ধি-চেতনা এগুলিকে সজীব রাখে। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে দাবার প্রসার এবং দাবা খেলাকে জনপ্রিয় করতে সংস্থা এই উদ্যোগ নিয়েছে বলে জানান বীরভূম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা সাজিনা হাইস্কুলের ক্রীড়া শিক্ষক বিজয়কৃষ্ণ সাউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *