সেখ রিয়াজুদ্দিনঃ
পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার বিভিন্ন প্রান্তে জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানার পক্ষ থেকে প্রতিদিন প্রতিনিয়ত একপ্রকার বেআইনি আগ্নেয়াস্ত্রহ বোমা বারুদ উদ্ধারের ঘটনা আজও অব্যাহত। এ নিয়ে শাসকবিরোধী বামফ্রন্ট কংগ্রেস জোটসহ বিজেপির পক্ষ থেকেও পৃথক পৃথক ভাবে থানায় থানায় ডেপুটেশন প্রদান করা হয়। বেআইনি আগ্নেয়াস্ত্র বোমা বারুদ উদ্ধারের দাবি জানানো হয়েছিল। নির্বাচন শেষ হলেও বোমার আওয়াজ এখনো বিদ্যমান। সেরূপ আজ মঙ্গলবার সকাল নয়টা নাগাদ লোকপুর থানার ডেমুরটিটা গ্রামে বিকট বোমা বিস্ফোরণের আওয়াজে গ্রামবাসী হতচকিত হয়ে ওঠে। জানা যায় যে, স্থানীয় বাসিন্দা সেখ জামালের ছেলে সেখ সেরাফ্ত এর একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী। বালির নীচে আনুমানিক ৭০ পিস বোমা মজুত ছিল বলে অনুমান করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। anti suppotage team এন্টি সাপোটেজ টিম এসে বোমা বিস্ফোরণের জায়গা মেটাল ডিটেকটর দিয়ে চেক করেন। পাশাপাশি এলাকার নব নির্মিত বেশ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিষ্ফোরণের খবর পেয়ে স্থানীয় লোকপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসেন এবং জায়গাটি ঘিরে রাখেন। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রামে ছিল চাপা উত্তেজনা। এখানে তৃনমূল প্রার্থীর বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী নির্দল প্রার্থী হিসেবে খাড়া করে এবং পঞ্চায়েত ভোটে জয়লাভও নির্দল প্রার্থী। এনিয়েও গ্রামে রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্বের জের চলছিল বলে অনেকের অভিমত।