বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে থ্যালাসেমিয়া বিষয়ক আলোচনা ও বাহক নির্ণয় রক্ত পরীক্ষা শিবির

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের স্টেট থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের বীরভূম শাখার সহযোগিতায় বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে আজ ১ আগষ্ট থ্যালাসিমিয়া নিয়ে সচেতনতা এবং বাহক নির্ণয় রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। “থ্যালাসেমিয়া আর নয়” এই বিষয়ক সচেতনতা শিবিরে বিদ্যালয়ের একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৭৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এক মাসের মধ্যে থ্যালাসেমিয়া পরীক্ষার রিপোর্ট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর। রক্ত সংগ্রহ ও আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর অমলেশ সাহা, মধুমিতা ব্যানার্জী, মেডিকেল টেকনোলজিস্ট ওয়াসিম রেজা ও সহেল আক্তার মোল্লা সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। এই শিবিরে থ্যালাসেমিয়া রোগের কারণ ও প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয়। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান এই থ্যালাসেমিয়া রোগের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। সমীক্ষা অনুযায়ী প্রায় শতকরা ১০ ভাগ মানুষ এই রোগের বাহক। অথচ আমরা এই মারাত্মক রোগ সম্পর্কে এখোনো অনেকেই অসচেতন। বিয়ের আগে পাত্র-পাত্রীদের রক্তের পরীক্ষা একান্ত জরুরী বলে এদিন ছাত্র-ছাত্রীদের কাছে সেই সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *