শম্ভুনাথ সেনঃ
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য নির্বাচিত প্রার্থীদের কাছে ১ আগস্ট থেকে চিঠি পাঠানো শুরু হয়েছে। আগামী ৯ আগস্ট থেকে পরপর তিন দিন বীরভূমের ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের শপথ গ্রহণ ও বোর্ড গঠন অনুষ্ঠিত হবে। তার আগেই জেলা জুড়ে চলছে দলবদলের হিরিক। জেলার মুরারই এক এবং দু নম্বর ব্লকের নন্দীগ্রাম, গোড়শা, রাজগ্রাম এবং ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জয়ী অন্তত ১২ জন প্রার্থী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে ১০ জনই কংগ্রেস প্রতীকে জয়ী হয়েছিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, স্থানীয় মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন প্রমুখ।