সবচেয়ে বড় নেতাজির প্রতিকৃতি এঁকে রেকর্ড গড়লেন বীরভূমের দুবরাজপুরের শিল্পী তারকনাথ হাজরা

শম্ভুনাথ সেনঃ

শিশু বেলা থেকেই রং তুলি নিয়ে কাজ। শিল্পগুরু সন্তোষ দে এর হাত ছুঁয়ে তিনি প্রবেশ করেন আঁকার জগতে। সেই নেশা এখন পেশায় পরিণত হয়েছে শিল্পী তারকনাথ হাজরার। বাড়ি বীরভূমের দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। দীর্ঘ ৩০ বছরের সাধনায় এবার স্বীকৃতি পেল “ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে”! এই শিল্পী প্রায় ৫৩ ফুট উচ্চতা এবং ১৫ ফুট চওড়ার নেতাজির বড় প্রতিকৃতি এঁকে সেরার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে দুবরাজপুরে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সহযোগিতায় গড়ে উঠেছে তাঁর “ক্যানভাস আর্ট অ্যাকাডেমি”। সেখানেই প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী আঁকার তালিম নেয়। দীর্ঘ একমাস সময়ে একের পর এক কার্টিজ পেপার জুড়ে আ্যর্কলিক কালারে তুলি দিয়ে এই ৫৩ ফুটের নেতাজীর প্রতিকৃতি আঁকেন শিল্পী তারকনাথ হাজরা। গত ১২ জুলাই তার অঙ্কন সম্পূর্ণ হয়। সংস্থার কাছ থেকে স্বীকৃতি মিলেছে গত ২১ জুলাই। শিল্পীর এমন স্বীকৃতিতে ৩০ জুলাই দুবরাজপুর পুরসভা তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করে। পুরপ্রধান পীযূষ পান্ডে শিল্পীর হাতে তুলে দেয় ফুলের তোড়া। পুরস্কার স্বরূপ তার হাতে ১০,০০০ টাকা চেক তুলে দেওয়া হবে বলে পুরপ্রধান সাংবাদিকদের জানান। দুবরাজপুর পুরসভায় আজকের এই নেতাজীর প্রতিকৃতি প্রদর্শনে উপস্থিত ছিলেন উপ পুরপিতা মির্জা সওকত আলি, অধ্যাপক ড. রবিন ঘোষ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, পুরসভার অন্যান্য কাউন্সিলর সহ শিল্পীর ছাত্র-ছাত্রী ও অনুরাগী অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *