এশিয়ার সর্ববৃহৎ সাহিত্য উৎসব ”উন্মেষ” অনুষ্ঠিত হতে চলেছে মধ্যপ্রদেশের ভোপালে

মেহের সেখঃ

আগামী ৩ আগষ্ট থেকে ৬ আগষ্ট পর্যন্ত মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ার সর্ববৃহৎ সাহিত্য উৎসব ”উন্মেষ”। এই সাহিত্য উৎসবে এশিয়ার ১০০ টির বেশি ভাষার ৭৫ টি ইভেন্টে ৫৭৫ জন লেখক যোগ দিতে চলেছেন। এই সাহিত্য উৎসবে এশিয়ার বিভিন্ন দেশের আদিবাসী সংস্কৃতি এবং লোকায়ত সংস্কৃতির বিভিন্ন ধারাগুলোও তুলে ধরা হবে। সাহিত্য অকাদেমির সচিব ড. কে. শ্রী নিবাস রাও ১ আগষ্ট মধ্যপ্রদেশের ভোপালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আগামী ৩ আগষ্ট মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হতে চলা ”উন্মেষ” সাহিত্য উৎসবের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ‘উন্মেষ” সাহিত্য উৎসবের উদ্ধোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এশিয়ার সর্ববৃহৎ এই সাহিত্য উৎসবে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১০০র বেশি ভাষার প্রতিনিধি যোগ দিতে চলেছেন। সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্রকুমার দেবেশ নয়াপ্রজন্মকে জানিয়েছেন, এশিয়ার সর্ববৃহৎ এই ”উন্মেষ” সাহিত্য উৎসবের মাধ্যমে একটি ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে চলেছে মধ্যপ্রদেশের ভোপাল। এশিয়ার সর্ববৃহৎ এই সাহিত্য উৎসবে এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষা ও সংস্কৃতি থেকে আগত লেখক / লেখিকাদের পারস্পরিক মেলবন্ধন আরো দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *