তিন দিনের ফুটবল প্রতিযোগিতা শুরু রাজনগরে

উত্তম মণ্ডলঃ

বর্তমান সময়ে যুবসমাজ যখন মোবাইল ফোনে আসক্ত হয়ে ভুলতে বসেছে খেলা, তখন সেই যুবসমাজকে মাঠমুখী করতে তিনদিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হলো জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর ফুটবল একাডেমির পরিচালনায় আজ ডাকবাংলো ফুটবল ময়দানে শুরু হয় আনুষ্ঠানিক উদ্বোধনীপর্ব। উদ্বোধন করেন রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী নিশীথ গরাঁই৷ মঞ্চে বিশিষ্ট আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন রাজনগরের কৃতি ফুটবলার কাজী ফিরোজ, সেখ আবু বক্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল মণ্ডল, গাফ্ফার খান, তফেজুল খান, সেখ নাজু, সেখ মানিকসহ এলাকার বিশিষ্টজনেরা। আয়োজকদের পক্ষে বিশিষ্ট ফুটবলার কাজী দোয়েল জানান, আজ ৫ আগস্ট থেকে আগামী ৭ আগস্ট এই ফুটবল প্রতিযোগিতা চলবে। স্থানীয় দলের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পাশের রাজ্য ঝাড়খণ্ড মিলে মোট ১৬ টি দল এই খেলায় অংশ নিচ্ছে। শেষ দিনের চূড়ান্ত পর্যায়ের খেলায় রয়েছে পুরস্কারের ব‍্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের বহু ছেলে-মেয়েদের “রাজনগর ফুটবল একাডেমি” খেলাধুলোর বিশেষ প্রশিক্ষণ দিয়ে চলেছে৷ আর এ কাজে যুক্ত রয়েছেন রাজনগর আড়ালী গ্রামের ফুটবল পরিবারের কাজী রাজা, কাজী দোয়েলের মতো কৃতি ফুটবলাররা। আজ খেলার মাঠে ছিল উৎসাহী আমজনতার ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *