বীরভূমের মুরারই এলাকা থেকে তৃণমূলের এক নেতাকে আটক করলো এনআইএ

শম্ভুনাথ সেনঃ

তৃণমুল কংগ্রেসের নেতা ইসলাম চৌধুরীকে তার বাড়ি থেকে আটক করলো এনআইএ। আজ ৪ আগষ্ট ভোরে বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের তার বাড়ি থেকে তাকে আটক করে এনআইএর তদন্তকারী গোয়েন্দারা। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় পাইকর থানায়। চলে জিজ্ঞাসাবাদ। ইসলাম চৌধুরীর বাড়ি থেকে ল্যাপটপ সহ বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে তদন্তকারী আধিকারিকেরা। উল্লেখ্য, ইসলাম চৌধুরী তৃণমূল কংগ্রেসের কুশমোড় ২ নং অঞ্চল সভাপতি। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম চৌধুরীর স্ত্রী পারভিন বিবি মুরারই ২ ব্লকের কুশমোড়-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। বীরভূমে অবৈধ বিষ্ফোরকের ব্যবসা করার অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করেছে এনআইএ। তার মধ্যে রয়েছে নলহাটির মনোজ ঘোষ নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এক গ্রাম পঞ্চায়েতের সদস্য। তারপর আজ আবার ইসলাম চৌধুরী নামে আরো একজন তৃণমূল কংগ্রেসের সদস্যকে আটক করে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *