রিডিং ফেস্টিভ্যাল বা পাঠোৎসব

সন্তোষ পালঃ

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ সপ্তাহব্যাপী শুরু হয়েছে সাতই আগস্ট থেকে রিডিং ফেস্টিভ্যাল বা পাঠোৎসব। সাত দিনব্যাপী এই উৎসবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা অংশ গ্রহণ করে। সচরাচর পাঠ করা, আবৃত্তি, নাটক, ছবি আঁকা সহ নানান বিষয়ের উপর অংশ নেয় ছাত্র-ছাত্রীরা। মূলত ছাত্র-ছাত্রীদের মান পর্যবেক্ষণ ও তাদের উৎসাহ দেবার লক্ষ্যেই এমন অভিনব উৎসবের আয়োজন। বীরভূম জেলার ৩২টি চক্রের সমস্ত স্কুলে পাঠোৎসবের ব্যবস্থা করা হয়। দুবরাজপুর চক্রের পন্ডিতপুর, বেলসাড়া, আগয়াসহ একাধিক বিদ্যালয়ে কচিকাঁচারা অংশগ্রহণ করে এবং উৎসাহিত হয়। অংশ গ্রহণকারী ও স্থানাধিকারী সকল ছাত্র-ছাত্রীদের পুরষ্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *