বীরভূমের রামপুরহাট ও বোলপুর- শান্তিনিকেতন স্টেশন সেজে উঠবে “অমৃত ভারত সেশন প্রকল্পে”

শম্ভুনাথ সেনঃ

“অমৃত ভারত স্টেশন প্রকল্পে” দেশের ৫০৮ টি রেলস্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ টি। এই রেলস্টেশন আধুনিকীকরণে বীরভূমের রামপুরহাট এবং বোলপুর-শান্তিনিকেতন স্টেশন কে এই আওতায় আনা হয়েছে। ৬ আগষ্ট “অমৃত ভারত স্টেশন প্রকল্পের” ভার্চুয়াল শিলান্যাস করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বীরভূমের রামপুরহাট স্টেশনে এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা। এই স্টেশনের আধুনিকীকরণে ৩৮.৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে রেলসূত্রে খবর। ২০২৪ সালের মার্চের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। এদিকে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের জন্য বরাদ্দকৃত অর্থ ২১.১০ কোটি টাকা। জেলার এই দুই স্টেশনের আধুনিকীকরণে নির্মাণ হবে বিলাসবহুল প্রবেশদ্বার। থাকবে একাধিক লিফট এবং চলমান সিঁড়ি। যানবাহন রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা হবে। নির্মাণ করা হবে অত্যাধুনিক শৌচালয়। এছাড়া এলাকার সৌন্দর্যায়ণের জন্য করা হবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। স্টেশন চত্বর সাজানো হবে সবুজায়ন প্রকল্পে। থাকবে যাত্রী স্বাচ্ছন্দ, পানীয় জল এবং শিশুদের জন্য খেলার ব্যবস্থা। রেল সূত্রে এ খবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *