
মেহের সেখঃ
লাভপুর ব্লকের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সব কটি আসনেই বিরোধীরা প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট হয়েছিল শুধুমাত্র জেলা পরিষদ আসনে। জেলা পরিষদের আসনেও শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছিল। ৯ আগষ্ট বুধবার সকাল ১১ টা নাগাদ লাভপুর ১ নং গ্রাম পঞ্চায়েতে ১৮ আসন বিশিষ্ট লাভপুর ১ নং গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লাভপুর ১ নং পঞ্চায়েতের পশ্চিম কাদিপুর সংসদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী নীলকান্ত বাউড়ি। উপ প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লাভপুর ১ নং পঞ্চায়েতের মহুগ্রাম ঠাকুর পাড়া (মুসলিম পাড়া) সংসদ থেকে নির্বাচিত তৃণমূলের জয়ী প্রার্থী সালাম সেখ। লাভপুর ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূল নেতা নীলকান্ত বাউড়ি ও সালাম সেখদের প্রধান ও উপ প্রধানের দায়িত্বভার তুলে নেওয়ার সময় সেখানে যেমন লাভপুর ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। তেমনি গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

