
মেহের সেখঃ

মধ্যপ্রদেশের ভোপালে চার দিন ধরে চলা এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক সাহিত্য উৎসব “উন্মেষ” — এর ৩ আগষ্ট বৃহস্পতিবার শুভ উদ্বোধন করেছিলেন ভারতের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম দিনে রাষ্ট্রপতি তাঁর উদ্বোধনী ভাষণে সাহিত্যিকের সত্যকে ইতিহাস রচয়িতার তথ্যের থেকে বেশি বিশ্বস্ত বলে মন্তব্য করেছিলেন। প্রথম দিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মাননীয় রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মধ্যপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব উমা নন্দুরী, সঙ্গীত নাটক অকাদেমির অধ্যক্ষ সন্ধ্যা পুয়েচা, সাহিত্য অকাদেমির অধ্যক্ষ মাধব কৌশিক সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রথম দিনের অনুষ্ঠানে ১৪ টি পৃথক বিভাগে একশোর অধিক কবি, সাহিত্যিক, অনুবাদক, চলচিত্র নির্মাতারা অংশ গ্রহণ করেছিলেন। প্রথম দিনের অনুষ্ঠানে বিশ্বসাহিত্য বিষয়ক আলোচনা সভায় শ্রীলঙ্কা, ফীজী, জাপান, পোল্যান্ড, স্পেন আর নেপালের প্রতিযোগিরা অংশ নিয়েছিলেন। “উন্মেষ” সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন ৪ আগষ্ট শুক্রবার ২০ টি পৃথক বিভাগে ১৩০ এর অধিক লেখক অংশ নিয়েছিলেন। দ্বিতীয় দিনে স্বাগত ভাষণ প্রদান করেছিলেন সাহিত্য অকাদেমির সচিব ড. কে শ্রীনিবাসরাও। দ্বিতীয় দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রিশগড় এবং কেরলের রাজ্যপাল। দ্বিতীয় দিন বিভিন্ন বিভাগে অংশ নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন মহেশ দত্তানী, রঞ্জিত কাপুর, কে. সচিদানন্দন, চন্দ্রশেখর কঁবার, উষাকিরণ খান প্রমুখ। এশিয়ার সর্ববৃহৎ “উন্মেষ” সাহিত্য উৎসবের তৃতীয় দিন ৫ আগষ্ট শনিবার কুড়িটি আলাদা আলাদা বিভাগে ১৩৪ জন সাহিত্যিক অংশ গ্রহণ করেছিলেন । তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, বীণা ঠাকুর, রঘুবীর চৌধুরী, নির্মলকান্তি ভট্টাচার্য , যশোধরা মিশ্র, সাধনা ঠাকুর প্রমুখ। এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক সাহিত্য উৎসব ”উন্মেষ” এর চতুর্থ দিন ৬ আগষ্ট রবিবার ২৩ টি আলাদা আলাদা বিভাগে ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। “উন্মেষ” সাহিত্য উৎসবের শেষ দিনে দেশকে ভালোবাসে দেশাত্মবোধক সাহিত্য আলোচনার মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় । এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন নমিতা গোখলে, হোসাঙ মার্চেন্ট, কুমুদ শর্মা, অলোক ভল্লা, চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ। সাহিত্য অকাদেমির ড. কে শ্রীনিবাসরাও তাঁর ভাষণে ভারতের সৌভাতৃত্ব বোধ এবং বিশ্বকে আপন করে নেওয়ার মানসিকতার কথা তুলে ধরেন। সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্রকুমার দেবেশ নয়াপ্রজন্মকে জানিয়েছেন — পশ্চিমবঙ্গ থেকে কবি সুবোধ সরকার, সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা ড. অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ ১৩ জনের অধিক কবি সাহিত্যিক এবং সংস্কৃতি জগতের মানুষ এশিয়ার সর্ববৃহৎ এই আন্তর্জাতিক সাহিত্য উৎসব “উন্মেষ” এ অংশ নিয়েছিলেন।

