
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার পলসা গ্রাম পঞ্চায়েতের কাহিনগর গ্রামে দুই প্রতিবেশী ড্রেনের জল পারাপারকে কেন্দ্র করে বচসা, পরে হাতাহাতি। শেষ পর্যন্ত প্রাণ হারান তুষারকান্তি মণ্ডল নামে এক পড়শী। ১০ আগস্ট সকালবেলা সাড়ে সাতটার সময় জল যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে ঝামেলা হয়। তখনই তুষারকান্তি মন্ডলকে ধাক্কা মেরে ফেলে দেয় সামনের পড়শীরা। উঠে দাঁড়ালে তাকে মাটি বহানোর ধামা দিয়ে মাথায় জোর আঘাত করে। তখন সে পড়ে যায়। যথাশিঘ্র মুরারই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী রাজকুমার মণ্ডল ও তার ছেলে সুজিত মণ্ডল (ডাক নাম ধানু) এই দুজন মিলে তার স্বামীকে হত্যা করেছে বলে মৃতার স্ত্রী শিলা মণ্ডল সাংবাদিকদের জানান।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই; বীরভূম।