খয়রাশোল পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

সেখ রিয়াজুদ্দিনঃ

আজ ১৪ আগষ্ট সোমবার খয়রাশোল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব সম্পন্ন হয়। খয়রাশোল পঞ্চায়েত সমিতির মোট ২৯ টি আসনের মধ্যে তৃণমূল ২১টি ও বিজেপি ৮টি আসন দখল করে। সভাপতি ও সহ সভাপতি নির্বাচনে উভয় দলই প্রার্থী দেয়। ভোটাভুটির মাধ্যমে তৃণমূল ২১ এবং বিজেপি ৮টি ভোট পায়। স্বভাবতই তৃণমূলের অসীমা ধীবর সভাপতি এবং তারাপদ দাস সহ সভাপতি নির্বাচিত হন। বোর্ড গঠন পরবর্তীতে তৃণমূলের কর্মী সমর্থকেরা দলীয় পতাকা ও সবুজ আবির নিয়ে প্রাথীদের সাথে আনন্দে মেতে ওঠেন। বোর্ড গঠনের পর প্রতিক্রিয়ায় পৃথক পৃথক ভাবে খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, সদ্য নির্বাচিত সভাপতি অসীমা ধীবর ও সহ সভাপতি তারাপদ দাস তাদের মতামত ব্যক্ত করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *