সনাতন সৌঃ
গত ১৪ আগষ্ট সন্ধ্যায় কদমা গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী সমাজের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত পাইকা মুর্মুর বিধবা পত্নী সাধানি টুডুকে সংবর্ধনা ও সম্মাননা ঞ্জাপন করা হয় যথাযথ মর্যাদা সহকারে। অনুষ্ঠানে রানীশ্বর ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল রইস খান ও আদিবাসী নেতা তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাজা মারান্ডী পুষ্পস্তবক, বস্ত্র দিয়ে স্বাধীনতা সংগ্রামী সাধানি টুডুকে সম্মানিত করেন এবং তাঁর দীর্ঘ জীবন সাফল্য কামনা করেন। স্বাধীনতা আন্দোলনের তাঁর অসামান্য অবদানের কথাও স্মরণ করা হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, আদিবাসী সমাজের অন্যতম স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত পাইকা মুর্মর বিধবা পত্নী সাধানি টুডু স্বাধীনতা আন্দোলনে সহযোগী হিসেবে সামিল হয়েছিলেন। বর্তমান তাঁর বয়স হয়েছে এক শত বছর।