দীপক কুমার দাসঃ
মহঃ বাজার পঞ্চায়েতের খড়িয়া গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে শেষ হলো তিনদিন ব্যাপী নাম সংকীর্তন। খড়িয়া ভোলাতলা মন্দির প্রাঙ্গণে শুক্রবার বিকেলে মহাপ্রভুর মঙ্গলঘট শোভাযাত্রা সহকারে আনা হয়। এরপর শুরু হয় নাম সংকীর্তন। শনিবারও দিনভর উদয় অস্ত নামকীর্তন চলে। সন্ধ্যায় লীলা কীর্তন পরিবেশন করেন উৎপল গঁড়াই ও অম্বিকা শীট। রবিবার সকালে লীলা কীর্তন পরিবেশন করেন অপূর্ব পান। দুপুরে ধূলোট ও মহাপ্রসাদ বিতরণ হয়। আয়োজকদের পক্ষে গোবিন্দ মাহারা বলেন, বিগত দশ বছর ধরে বৈশাখ মাসে নাম সংকীর্তন-এর আয়োজন করা হয়। এবার ১১তম বর্ষ। তিনদিন ধরে বহু মানুষের সমাগম হয় খড়িয়া ভোলাতলা মন্দির প্রাঙ্গণে।