সেখ রিয়াজুদ্দিনঃ
বিলম্বিত টেন চলাচলের প্রতিবাদ জানাতে যাত্রী সাধারণ আজ ২৬ আগষ্ট বিক্ষোভ প্রদর্শন করেন রামপুরহাট রেল স্টেশন চত্ত্বর এলাকায়।বর্ধমান সাহেবগঞ্জ লোকাল তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেন আটকে যাত্রীরা বিক্ষোভ দেখান আজ সকাল থেকে। রামপুরহাট রেল স্টেশন থেকে বর্ধমান-সাহেবগঞ্জ লোকাল ট্রেন ছাড়ার টাইম সকাল ৯-১৭ মিনিট কিন্তু সময় পেরিয়ে ১১ টা বেজে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রী সাধারণ রেলের গার্ডকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ প্রদর্শন চলার পর স্থানীয় রেল আধিকারিকেরা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং অভাব অভিযোগ শুনে আশ্বস্ত করলে বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে নেয় যাত্রী সাধারণ। বিক্ষোভরত শুভশ্বেতা ব্যানার্জী, সৌগত রায় প্রমুখ নিত্য যাত্রীদের অভিযোগ যে, এই সময়ের ট্রেন ধরে স্কুল সহ বিভিন্ন অফিসের ও নিত্য কাজে সময়মতো পৌঁছাতে পারিনা। স্কুলে পৌঁছাতে দেরী হচ্ছে এজন্য সিএল নিতে হচ্ছে অথচ স্কুলে পড়িয়ে আসতে হয়।যারফলে শিক্ষকদের যেমন সিএল হচ্ছে দেরীতে পৌঁছানোর জন্য পড়ুয়াদেরও পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এই পথে বহু মালগাড়ি চালানো হচ্ছে অথচ যাত্রী ট্রেন চলাচলের ক্ষেত্রে যত বাধাবিপত্তি। এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে রামপুরহাট স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং আলোচনা সাপেক্ষে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। পরবর্তীতে স্টেশন মাস্টারের সঙ্গে যাত্রীদের বোঝাপড়া হলে ট্রেনটি ছাড়ার অনুমতি দেওয়া হয় এবং ১১-৩০ নাগাদ ট্রেনটি রামপুরহাট স্টেশন ছেড়ে তিনপাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়।উল্লেখ্য রামপুরহাট স্টেশনের উন্নতিকরণ এবং চাতরা স্টেশনে তৃতীয় লাইনের কাজ চলার জন্য গত ১৮ আগস্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত রামপুরহাট স্টেশনের উপর দিয়ে দুর পাল্লার ট্রেন অন্য রুটে ঘুরে যাচ্ছে তাই কিছু গাড়ি তারাপীঠ থেকে ছাড়ছে।