শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে যথোচিত শ্রদ্ধায় আজ ২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উদযাপিত হয়। সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন নজরুল ইসলামের জীবন কাহিনী ও তাঁর রচনার বিভিন্ন দিক তুলে ধরেন কথা ও কবিতায়। চতুর্থ শ্রেণীর এক ছাত্র আয়ুষ্মান রায় ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র অর্ণব দাস কবির জীবনকথা সহপাঠীদের কাছে তুলে ধরে। সমবেত গান ও নৃত্য পরিবেশন করে রাত্রি আচার্য্য, পুতুল, রাহি, সুনীতা, পাপিয়ারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই কবির জীবনীগাথা নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন। উল্লেখ্য, কবি নজরুল ইসলাম ১৮৯৯ খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পরাধীনতার শৃংখল মোচনে শিশুবেলা থেকেই তার কলম ছিল তীক্ষ্ণ। ১৯২১ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি রচনা করেন তাঁর বিখ্যাত কবিতা “বিদ্রোহী”। যা বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তিনি আজও অমর। শারীরিক অসুস্থতায় কবি দীর্ঘ জীবন ছিলেন বাকরুদ্ধ। অবশেষে ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট বাংলাদেশের ঢাকায় কবির জীবনাবসান হয়।