
সেখ রিয়াজুদ্দিনঃ
বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের দল নিয়ে গঠিত উইনার্স টিমের শুভ সূচনা করা হয় সিউড়ি জেলা পুলিশ লাইন থেকে। মহিলাদের সুরক্ষার জন্য বিশেষভাবে গঠিত হয়েছে এই “উইনার্স টিম”। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর উপস্থিতিতে এবার সেই উইনার্স টিম তৈরি করলো “বীরভূম জেলা পুলিশ”। উইনার্স টিমে রয়েছে ২০ সদস্যের মহিলা পুলিশ কর্মী, তাদের নিয়েই এই বিশেষ টিম তৈরি করা হয়েছে। জেলার দুই প্রান্তে অর্থাৎ একটি টিম থাকবে সিউড়িতে এবং অন্যটি বোলপুরে। প্রতিটি টিমে মোট ১০ জন করে সদস্য রাখা রয়েছে। জেলায় মহিলাদের সুরক্ষায় কাজ করবে এই প্রশিক্ষিত মহিলা পুলিশ বাহিনী তথা উইনার্স টিম। যে কোন ধরনের সাধারণ নিরাপত্তা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা সহ অন্যান্য অসুবিধার সম্মুখীন হওয়া মহিলাদের ও সুরক্ষা নিশ্চিত করবে এই টিম। নজরদারি বাড়ানো বা ঘোরঘুরির জন্য এই উইনার্স টিমকে ৫ টি করে ১০টি স্কুটি দেওয়া হয়েছে বলে জানা যায়। সেগুলি মূলত সব সময় তাদের সঙ্গেই থাকবে। তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে। উল্লেখ্য সমগ্র জেলা জুড়ে ঘুরবে এই উইনার্স টিম।


