কর্মশালা ও নাগরিক সমাজ গঠন সিউড়িতে

সন্তোষ পালঃ

কেবল সরকারি নয় বহু বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে গ্রামীণ মানুষের আর্থিক বিকাশের জন্য। তেমনই একটি হল ডিআরসিএসসির টেকসই প্রকল্প। আজ ২৮শে এপ্রিল এই প্রকল্পের উদ্যোগে সিউড়ি ইন্দিরা ভবনের একটি কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি এ প্রকল্পের অন্তর্গত জেলাস্তরে নাগরিক সমাজ গঠন করা হলো। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ও সমাজসেবী বংশীধর দাস, বক্রেশ্বর প্রকৃতি জনগন ট্রাস্টের সম্পাদক মনোজ কুমার বিশ্বাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবর্তী, টেকনিক্যাল কো-অর্ডিনেটর সুপ্রিয় ব্যানার্জি, ফিল্ড ফ্যাসিলেটর মিলি দত্তসহ অন্যান্য সদস্য ও নাগরিকবৃন্দ। বীরভূম খরা প্রবণ এলাকা। তাই সংস্থার পক্ষ থেকে বীরভূম জেলার দুটি ব্লক দুবরাজপুর ও মহম্মদবাজারকে বেছে নেওয়া হয়েছে গ্রামীণ মানুষের আর্থিক বিকাশের জন্য। আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষরা কিভাবে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের কিভাবে উপকার করা যায় সেই আলোচনায় অংশ নেন অতিথিগণ। সমাজসেবী বংশীধর দাস বলেন পিছিয়ে পড়া মানুষের জন্যই এই প্রকল্প। মনোজ কুমার বিশ্বাস বলেন প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। তাছাড়া উপস্থিত অন্যান্য সদস্যগণ তাদের অভাব অভিযোগ এবং তা সমাধানের কথা এ কর্মশালায় তুলে ধরেন। সেইসঙ্গে জেলা স্তরের নাগরিক সমাজ গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *