
দীপককুমার দাসঃ
গত ১৫ আগষ্ট সিউড়ির বীরভূম ইন্ডোর ষ্টেডিয়ামে রবীন্দ্র পল্লী সেবা ও সৎকার সমিতির উদ্যোগে বীরভূম জেলা ব্যাপী অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নয় শতাধিক প্রতিযোগী নিয়ে মোট পাঁচটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে ৩ সেপ্টেম্বর, রবিবার পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতির উদ্যোগে এবার ছিল অঙ্কন প্রতিযোগিতারপঞ্চম বর্ষ। বীরভূম ইন্ডোর ষ্টেডিয়ামে এদিন মোট ১৬৪জনকে পুরস্কৃত করা হয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, ১৯ ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র পল্লী সেবা ও সৎকার সমিতির সভাপতি আবীর মুখোপাধ্যায়, সম্পাদক রথীন ভান্ডারী, শৌভিক রায়,অমিত পাল, শেখর দাস প্রমুখ।
