দুয়ারে সরকার শিবির পরিদর্শনে কাজল শেখ

দীপককুমার দাসঃ

২ সেপ্টেম্বর দুপুরে মহঃ বাজার পঞ্চায়েতের খড়িয়া কালিতলায় দুয়ারে সরকার শিবির পরিদর্শণে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে ছিলেন সহকারি সভাধিপতি স্বর্ণলতা সরেন, বিডিও অভিষেক মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবাসিনী মুর্মু, ব্লক ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী মণ্ডল, থানার ইন্সপেক্টর অরূপ কুমার দত্ত সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন প্রথমেই মহম্মদবাজার ব্লকের মহম্মদবাজার পঞ্চায়েতের খড়িয়া কালিতলায় এসে উপস্থিত হন। দুয়ারে সরকার শিবিরে এলাকার মানুষ সমস্ত পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা তা ঘুরে দেখেন। তারপর সেখান থেকে চলে যান পটেলনগর অতুলভাবিনী নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে। সেখানে গিয়ে বিদ্যালয় পরিদর্শন করেন এবং মিড ডে মিলের রান্না ঘরে রান্নাকরা খাবারের গুণগতমান ঠিক আছে কিনা দেখেন। এছাড়াও বিদ্যালয়ের কি কি সমস্যা রয়েছে সেগুলো জেনে নেন। সেখান থেকে বেরিয়ে যান রামপুর পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবিরে ও সেকেড্ডা তে দুয়ারে সরকার শিবিরে। সেখানে তিনি প্রতিটা শিবির ঘুরে দেখেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শুনে সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *