শম্ভুনাথ সেনঃ
আজ শিক্ষক দিবস। এইদিনে সারা রাজ্যে ৫২ জন শিক্ষক, অধ্যাপকদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মাননা-২০২৩ তুলে দেওয়া হয়। সেই তালিকায় ছিলেন বীরভূমের দুজন কৃতি শিক্ষক-শিক্ষিকা। সিউড়ি সদর পশ্চিম চক্রের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় শিক্ষিকা সুজাতা দাস সাহা এবং ইলামবাজার নতুন চক্রের মেটেকোনা হাই মাদ্রাসা হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। জেলা সদর সিউড়িতে জেলাশাসকের কনফারেন্স হলে আজ দুপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলাশাসক বিধান রায় এই দুই কৃতি শিক্ষকের হাতে শিক্ষারত্ন সম্মাননা ও শংসাপত্র তুলে দেন। সেই সংগে ফুলের তোড়া, শাল, ঘড়ি, বই এবং ২৫ হাজার টাকার একটি করে চেক তুলে দেওয়া হয়। এই দুই শিক্ষক তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে এই সম্মাননা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায় সহ শিক্ষাবিভাগের আধিকারিকরা। উল্লেখ্য, এদিন সারা রাজ্যের সাথে বীরভূমের দ্বাদশ শ্রেণীর ৩৩ হাজার ছাত্র-ছাত্রীকে ট্যাব কেনার জন্য তাদের একাউন্টে ১০০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।