দীপককুমার দাসঃ
আজ বৃহঃস্পতিবার জন্মাষ্টমী তিথিতে মহঃ বাজারের লোহাবাজার ময়রাপাড়ায় নতুন মুরলীমোহন মন্দিরের দ্বারোদঘাটন হলো। এর আগে চুনসুরকি দ্বারা নির্মিত মন্দিরে দীর্ঘ দিন ধরে পূজিত হত অষ্টধাতুর রাধা ও কৃষ্ণ। সেই মন্দির জীর্ণ হয়ে পড়ায় বছর সাতেক আগে ঐ স্থানে ২০১৬ সালে মন্দিরের পুনঃনির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসীরা। সেই মন্দিরের কাজ সুসম্পন্ন হওয়ায় আজ বৃহস্পতিবার নতুন মন্দিরের অভিষেক পর্ব হয়। এই উপলক্ষে সকালে শোভাযাত্রা সহকারে প্রায় তিন শতাধিক মহিলা মঙ্গল কলস করে গঙ্গাজল এনে মন্দির ধৌত করেন। এরপর প্রাচীন বিগ্রহ নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। দিনভর চলে পূজাচর্ণা। যঞ্জের ও আয়োজন করা হয়। এদিন নতুন মন্দিরে দীর্ঘ দিন ধরে পূজিত হওয়া অষ্টধাতুর রাধা ও কৃষ্ণের বিগ্রহের পাশাপাশি মার্বেল পাথরের রাধা ও কৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয়। এদিন এই মন্দিরের অভিষেক উপলক্ষে বহু মানুষ জমায়েত হন মন্দিরে। সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হয়। এই মন্দির কমিটির পক্ষে শান্তনু সরকার জানান, এই মন্দির প্রায় ছয়শো বছরের পুরনো। মন্দির জীর্ণ হয়ে পড়ায় ২০১৬সালে নতুন মন্দিরের উদ্যোগ নেওয়া হয়। নতুন মন্দিরের অভিষেক উপলক্ষে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মন্দিরে আসা এক মহিলা শিপ্রা ব্যানার্জী বলেন, মন্দিরে এসে সবার একটাই প্রার্থনা থাকে, যে উদ্দেশ্যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাতে সবার মঙ্গল হয়।