শম্ভুনাথ সেনঃ
শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে বীরভূমের খয়রাশোল ব্লকের চৈতন্যপুর গীতাভবনে আজ ৭ সেপ্টেম্বর মহা ধুমধামে জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে ঘিরে সকাল থেকেই অনুষ্ঠিত হয় বিশেষ পূজা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সহ নানা অনুষ্ঠান। গোপালকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে ভক্তসমাগমে একটি শোভাযাত্রা নগর পরিক্রমা করে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত পুণ্যার্থী জন্মাষ্টমী উৎসবকে ঘিরে গীতাভবনে উপস্থিত হন। বাসুদেব মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মকথা ভক্তদের সামনে তুলে ধরেন আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ মহারাজ। এছাড়া এদিন আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. রবিন ঘোষ, শিক্ষক শান্তি ঘোষ, ভাগবত পাঠক তপন কর্মকার প্রমুখ। দুপুরে অনুষ্ঠিত হয় ভক্ত সেবা। উল্লেখ্য,১৩৯৩ বঙ্গাব্দে এমন এক জন্মাষ্টমী তিথিতে খয়রাশোলের পাঁচড়া এলাকায় গীতাভবনের প্রতিষ্ঠা করেন স্বামী সত্যানন্দ মহারাজ। নির্মিত হয়েছে বাসুদেব মন্দির। জেলার বুকে গীতা প্রচার কেন্দ্র রূপে চিহ্নিত হয়েছে। ৩৬ বছর ধরে চলছে অখন্ড নাম সংকীর্তন। এদিন জন্মাষ্টমী উপলক্ষে নানা অনুষ্ঠানের মাঝে ৩৮ তম সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়। বিকেলে পালা কীর্তন পরিবেশন করেন মৌমিতা চক্রবর্তী ও তাঁর সম্প্রদায়। আগামীকাল নন্দোৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ জানিয়েছেন।