বীরভূমের তিন মহকুমা লোক আদালতে একদিনে ৩,৯০৫টি মামলার নিষ্পত্তি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের তিন মহকুমা লোক আদালতে আজ ৯ সেপ্টেম্বর একদিনে ৩,৯০৫ টি মামলার নিষ্পত্তি হল। এদিন সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে বসে লোক আদালত। প্রতিটি আদালতে একাধিক বেঞ্চে জিআর, এনজিআর, এনসিআর সহ ব্যাঙ্কের অনাদায়ী ঋন সংক্রান্ত সহ একাধিক মামলার নিষ্পত্তি হয়। এদিন সমগ্র লোক আদালত পরিচালানা করেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ সুদেষ্ণা চ্যাটার্জি (দে), জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব তথা বিচারক আরফা ইয়াসমিন। জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এদিন মোট ৩,৯০৫ টি মামলার নিষ্পত্তি সহ ১০ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা আদায় হয়েছে লোক আদালতে। উল্লেখ্য, জাতীয় আইনী পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশক্রমে সারা দেশ জুড়ে প্রতি তিন মাস অন্তর লোক আদালত অনুষ্ঠিত হয়। সারা দেশের জেলা ও মহকুমা আদালতে যথাশীঘ্র সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *